মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভূয়া শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ নিস্পত্তি হয়েছে। জানাগেছে, ২০১৪ সালে সহকারি শিক্ষক নিয়োগের মধ্যে নির্বাচিত ৬৩৭ জনের মধ্যে জগন্নাথপুরে ৭ জনের বিরুদ্ধে বহিরাগত মর্মে অভিযোগ দায়ের করা হয়। সম্প্রতি-সচেতন ব্যক্তি শহিদুল ইসলাম সহ অনেকের স্বাক্ষরিত অভিযোগের প্রেক্ষিতে চলতি ২০১৮ সালের ২২ অক্টোবর তদন্ত হয়। সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা এর নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি জগন্নাথপুর এসে এ ঘটনার তদন্ত করেন।
এ সময় জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর আবাব মিয়া, তাজিবুর রহমান, খলিলুর রহমান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও উভয় পক্ষ উপস্থিত ছিলেন।
তদন্তকালে উপস্থিত ব্যক্তিদের বক্তব্যের আলোকে মানবিক দিক বিবেচনাক্রমে আপোষের মাধ্যমে অভিযোগকারীগণ তাদের অভিযোগ প্রত্যাহার করলে বিষয়টি নিস্পত্তি হয়।
এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা বলেন, তথ্য-উপাত্ত যাচাই-বাছাইকালে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এবং অভিযোগকারীগণ তাদের অভিযোগ প্রত্যাহার করায় বিষয়টি নিস্পত্তি হয়েছে।