মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মইয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের ১৮নং প্রকল্পের দায়িত্বে কে বা কারা রয়েছেন কেউ জানেন না। এ প্রকল্প নিয়ে চলছে রীতিমতো লুকোচুরি। কাগজে-কলমে এ প্রকল্পের সভাপতি স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদ। বাস্তবে এ বিষয়ে সুলতান মাহমুদ কিছুই জানেন না। এ প্রকল্পে বরাদ্দ দেয়া হয়েছে ৪ লাখ ৮০ হাজার টাকা।
২৪ ফেব্রুয়ারি বুধবার সরজমিনে দেখা যায়, ১৮নং প্রকল্পে ছোট ও মাঝারি ৩টি ভাঙন রয়েছে। এর মধ্যে ২টি ভাঙন মাটি ভরাট হলেও ১টি ভাঙন রয়েছে। কে বা কারা এসব ভাঙনে মাটি ভরাট করেছেন, তা কেউ জানেন না। বাঁধে কাউকে পাওয়া যায়নি। চলছে না কাজ। পুরো প্রকল্পের কোথাও পাওয়া যায়নি সাইন বোর্ড।
এ বিষয়ে জানতে চাইলে কাগজে-কলমে থাকা ১৮নং পিআইসি কমিটির সভাপতি স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদ বলেন, আমার নামে প্রকল্প আমি নিজেই জানি না। পাউবো’র পিআইসি কমিটির তালিকায় তার নামে প্রকল্প দেখে তিনি রীতিমতো হতবাক হন।
তবে ১৮নং প্রকল্পের রহস্য কি। কে বা কারা রয়েছেন দায়িত্বে। কারা করছেন কাজ। কেনই বা অস্বীকার করছেন তালিকাভূক্ত সভাপতি। এসব বিষয়ে জানতে বারবার চেষ্টা করেও মোবাইল ফোন বন্ধ থাকায় পাউবো’র জগন্নাথপুর উপজেলার দায়িত্বে থাকা উপ-প্রকৌশলী হাসান গাজীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।