মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের সেই ঝুঁকিপূর্ণ ভাঙন ভরাট হয়ে গেছে। ২০ ফেব্রুয়ারি শনিবার দেখা যায়, উপজেলার ভূরাখালি গ্রাম এলাকায় অবস্থিত ৬নং পিআইসি কমিটির অধীনে থাকা ঝুঁকিপূর্ণ সেই ভাঙন ভরাট করা হয়েছে।
এ বিষয়ে পিআইসি কমিটির সভাপতি স্থানীয় ইউপি সদস্য রণধীর কান্তি দাস রান্টু বলেন, আমার কাজ পাওয়া বেড়িবাঁধ অংশের এ ভাঙনটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ। টানা ২২ দিন দিনরাত কাজ করে অবশেষে সেই ভাঙনটি ভরাট করতে সক্ষম হয়েছি। তবে কাজের তুলনায় আমাকে বরাদ্দ দেয়া হয়েছে অনেক কম। তাই সরজমিনে দেখে বিশেষ বিবেচনাক্রমে বরাদ্দ বাড়ানোর জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।