মো.শাহজাহান মিয়া/আফজাল মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ডিসেম্বর রাতে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আবদুর রব এর পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারো বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। জগন্নাথপুর উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হকের সভাপতিত্বে ও বাউল শিল্পী ফকির বাবুল শাহ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আ.লীগ নেতা শাহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার দাস। বক্তব্য রাখেন শিক্ষক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহবায়ক আবুল কয়েছ, সদস্য সচিব খালেদ আহমদ প্রমূখ। সভায় সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, গউছ আলী, কৃপেশ দাস, শৈলেন নমসুদ্র, ইলিয়াছ আলী, আবদুল মতিন, বনমালী দাস, আছলম উল্লাহ, যুগেন্দ্র দাস, কৌশিক দাস, শ্রীকৃষ্ণ বিশ^াস, নছই দাস, শৈতেন্দ্র দাস, শালিসি ব্যক্তি শাহ আবদুর রাজ্জাক, আবদুল হাশিম, আমির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, শামীম আহমদ চৌধুরী, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী। অনুষ্ঠানের আয়োজনকারী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাহ আবদুর রব এর ছেলে শাহ কামাল হোসেন, শাহ জামাল হোসেন, শাহ আফজল হোসেন ও শাহ আকমল হোসেন। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা গোপাল গোপ, আজিজ মিয়া, খোকন গোপ, ইব্রাহিম খলিল, মানবেন্দ্র দাস, রিপন মিয়া, প্রদীপ বৈদ্য, পবিন্দ্র দাস, সিরাজ কুতুবী, জিয়াউর রহমান সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।