মো.শাহজাহান মিয়া/আফজাল মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বুধরাইল গ্রামের বাসিন্দা ও জগন্নাথপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল গণি (৬৯) আর নেই।
জানাগেছে, ৩ নভেম্বর শনিবার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা আবদুল গণি ইন্তোকাল করেন। ইন্না লিল্লøাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকেলে জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার ও জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূম এর উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা আবদুল গণিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এদিকে-বীর মুক্তিযোদ্ধা আবদুল গণির মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষে প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা আজিজ মিয়া, শাহ কামাল প্রমূখ। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।