মো.শাহজাহান মিয়া/আলী জহুর ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট ও নেটওয়ার্ক বিড়ম্বনা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান প্রদান করা হয়েছে। ৬ মে সোমবার সচেতন জগন্নাথপুর বাসীর ব্যানারে স্থানীয় পৌর পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে ও ছাত্রনেতা রনিরাজের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর দিপক গোপ, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক ইয়াকুব মিয়া, ছাত্রলীগ নেতা আবদুল মুকিত, নুর আহমদ রুদ্র, মিঠুন দেব, জুয়েল হোসেন, এনাম আহমদ প্রমূখ।
এতে সাংবাদিক গোবিন্দ দেব, আলী জহুর, পৌর যুবলীগ নেতা নুর মোহাম্মদ, জামাল হোসেন, জহিরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। বক্তারা বিদ্যুৎ বিভ্রাট ও নেটওয়ার্ক বিড়ম্বনা থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।