সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি সরকারি স্কুলে শিক্ষকদের অনিয়মের ঘটনা নিয়ে ভিন্নমত পাওয়া গেছে।
গত ১৯ আগষ্ট রোববার জগন্নাথপুর উপজেলার ১১৬ নং দোস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়ম নিয়ে “গ্রাম বাংলার খবর” সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ ছাপা হয়।
এ ঘটনায় ২০ আগষ্ট সোমবার ভিন্নমত পোষন করে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্যাপী বণিক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী যথা নিয়মে স্কুল পরিচালিত হচ্ছে। পাঠদানে কোন ত্রুটি হচ্ছে না। তবে ১৯ আগষ্ট অতিরিক্ত গরমের কারণে কোমলমতি শিক্ষার্থীদের কষ্ট হচ্ছে দেখে সময়ের আগে ছুটি দেয়া হয়।
এছাড়া উক্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি অপু মিয়া বলেন, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হওয়ায় শিক্ষকরা স্কুলে আসতে ১০/১৫ মিনিট বিলম্ব হলেও কোন অনিয়ম ও লেখাপড়ায় ত্রুটি হচ্ছে না। তাই বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।