মো.শাহজাহান মিয়া
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের সাবেক কৃতী ফুটবলার আবদুন নুর এর মৃত্যুতে সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা রূপ মিয়া, মিরপুর বাজারের ব্যবসায়ী আজিজ মিয়া, ফয়সল মিয়া, মিজানুর রহমান, মাওলানা কমর উদ্দিন, জুবেদ আলী লখন, সুহেল মিয়া, দিপন পাল, অজুদ মিয়া, প্রবাসী সারং মিয়া, মোস্তফা মিয়া, চন্দন দেব, সফু মিয়া ও শংকর রায়।
এদিকে-জগন্নাথপুরে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক উপদেষ্টা ও জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায়, সাধারণ সম্পাদক ও গ্রাম বাংলার খবর পত্রিকার সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, সাহিত্য সম্পাদক মিছলুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মীরজাহান মিজান, সদস্য আলী আছগর ইমন, কলি বেগম, হেনা বেগম, আফজাল মিয়া ও আলী জহুর।
এছাড়া গ্রাম বাংলার খবর পত্রিকার উপদেষ্টা ও সমাজসেবক হাছন রাজা চৌধুরী, উপদেষ্টা ও লন্ডন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ শাহিদুর রাহমান, উপদেষ্টা ও যুক্তরাজ্য প্রবাসী রমজান আলী, উপদেষ্টা ও রাজনীতিবিদ ডা.আছকির খান, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক ইয়াকুব মিয়া, জেপি নিউজ ২৪ ডটকমের সম্পাদক রাশিদ আহমদ চৌধুরী মুরাদ, জগন্নাথপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য ও জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী সুমন মিয়া প্রমূখ।
বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রয়াত ফুটবলার আবদুন নুর এর রূহের মাগফেরাত কামনা করেন।