মো.শাহজাহান মিয়া
সুনামগঞ্জের জগন্নাথপুরে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর জগন্নাথপুর মডেল সাংগঠনিক অফিসের ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে ২৮ আগষ্ট মঙ্গলবার জগন্নাথপুর মডেল সাংগঠনিক অফিসের ইনচার্জ হাফিজ মুহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের প্রেসিডেন্ট যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান মুজিব। প্রধান আলোচকের বক্তব্য রাখেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সিলেট ডিভিশনের ইনচার্জ মুহাম্মদ হিফজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা রড-সিমেন্ট মার্চেন্ট গ্রুপের সভাপতি ও জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ জামাল মিয়া তালুকদার, ফারইষ্ট সিলেট সার্ভিস সেন্টারের ইনচার্জ মোস্তাক হোসেন, বিশ্বনাথ জোন ইনচার্জ আবদুল কাদির সুমন, জহিরস্ ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা পরিচালক জহিরুল ইসলাম জাহির প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লোকমান হোসেন ও নাতে রাসুল (সা:) পরিবেশন করেন বুরহান উদ্দিন রাসেল। এতে মোনাজাত পরিচালনা করেন হাফিজ নুরুল হক। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।