মো.শাহজাহান মিয়া ::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনের জগন্নাথপুর উপজেলায় প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা ঘোষণা করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। এতে উল্লেখ করা হয়, জগন্নাথপুর উপজেলার মোট ৮৭ কেন্দ্রে আ.লীগের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান (নৌকা) ৮৫৯৩৭, নির্বাচন বর্জন করেও বিএনপি তথা ঐক্যফ্রন্ট প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী (ধানের শীষ) ৩২৫০৬, শাহজাহান চৌধুরী (গোলাপফুল) ৭৮, মাহফুজুর রহমান খালেদ (ছাতা) ১৬১, মুহিবুল হক আজাদ (হাতপাখা) ৯৬ ও সৈয়দ শাহ মুবশি^র আলী (হারিকেন) প্রতীকে ৩৫ ভোট পান।