মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর বরাখা গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতরা হলেন, আবদুর রউফ (৫০), আয়ফর আলী (৪০), মজর আলী (২৮), নেয়ারুন বেগম (৩৫) ও রাবেয়া বেগম (৩৪)। এর মধ্যে গুরুতর আহত আবদুর রউফকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানাগেছে, গত বুধবার বাঁশ কাটা নিয়ে গ্রামের ফুল মিয়া ও আয়ফর আলীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় আয়ফর পক্ষের নারী সহ ৫ জন আহত হন এবং নগদ টাকা সহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট হওয়ার অভিযোগ করেন আহতরা। এ ঘটনায় জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন বলেন, অভিযোগের আলোকে তদন্তক্রমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।