মো.শাহজাহান মিয়া/আলী হোসেন খান ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পানিতে ডুবে হাসিনা খানম নামের এক ২০ বছরের যুবতীর মৃত্যু হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অলইতলি গ্রামের সিরাজ খানের মেয়ে।
স্থানীয়রা জানান, ৯ মে বৃহস্পতিবার পানিতে ডুবে হাসিনা খানমের মৃত্যু হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই আফছার আহমদ বলেন, মেয়েটি মানসিক রোগী ছিল। ময়না তদন্ত শেষে তার মৃত দেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।