মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা একরামুল হক ও অফিস সহকারি নির্মল দেবের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও দায়িত্ব অবহেলার অভিযোগ উঠেছে। ১০ এপ্রিল বুধবার ভূমি সপ্তাহ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, আলোচনাসভা ও গণশুনানী অনুষ্ঠিত হয়। এ সময় গণশুনানীতে সুনামগঞ্জ জেলা প্রশাসক আবদুল আহাদ এর কাছে জগন্নাথপুর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা একরামুল হক ও অফিস সহকারি নির্মল দেবের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে ধরেন ভূক্তভোগী জনতা। বিষয়টি তদন্তক্রমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমকে নির্দেশ দেন জেলা প্রশাসক আবদুল আহাদ।