মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র প্রার্থী ও নৌকার মাঝি মিজানুর রশীদ ভূইয়ার নৌকা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার জগন্নাথপুর মধ্য বাজারে পৌর আওয়ামীলীগের সভাপতি ডা.আবদুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সেলিনা বেগম, জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। স্বাগত বক্তব্য রাখেন মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূইয়া। এ সময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া সহ দলীয় নেতাকর্মী, বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া নৌকার পক্ষে গণসংযোগ করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। সেই সাথে আ.লীগের দলীয় কার্যালয়ে নৌকার পক্ষে পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।