মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূইয়ার নৌকা প্রতীকের সমর্থনে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ১৪ জানুয়ারি বৃহস্পতিবার দিন ব্যাপী খ-খ- মিছিলে মিছিলে সরগরম হয়ে উঠেছে পৌর শহর। হয়েছে নির্বাচনী শেষ সভা। সভায় স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী সহ দেশের স্থান থেকে আসা নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এতে ১৬ জানুয়ারি নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতের লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়। এছাড়া খ-খ- মিছিলে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের হাজারো জনতা অংশ গ্রহণ করেন।