মো.শাহজাহান মিয়া/আফজাল মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা শুরু হয়েছে। এতে ধর্মবর্ণ নির্বিশেষে সকলের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
১৫ অক্টোবর সোমবার থেকে ৫ দিন ব্যাপী পূজা শুরু হয়। এতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জানাগেছে, এবার উপজেলার মোট ৩২ টি মন্ডপে এক সাথে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।