মো.শাহজাহান মিয়া/কলি বেগম/আফজাল মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুর্গাপূজা উপলক্ষে নাটক (মহিষাসুর বধ) মঞ্চস্থ হয়েছে। ১৭ অক্টোবর বুধবার রাতে জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর গ্রামের ব্যবসায়ী রেনু শর্মার বাড়িতে নাটকটি মঞ্চস্থ হয়। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সুবল দেবনাথ, রতি দাস, জিতেন্দ্র দাস, সুসেন দেবনাথ, হৃদয় দেবনাথ, রাম দেবনাথ, সজিব শর্মা, জনি শর্মা, সানি শর্মা, প্রান্ত শর্মা ও অজয় দাস। নাটকটি রচনা ও পরিচালনা করেন হৃদয় দেবনাথ।