মো.শাহজাহান মিয়া/আফজাল মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনার কারণে গণ-পরিবহন বন্ধ থাকায় পরিবহন শ্রমিকরা পড়েছেন বিপাকে। যে কারণে বাধ্য হয়ে অনেক সংগঠনের শ্রমিকরা এখন ত্রাণ সহয়তা চাইছেন। এর মধ্যে অন্য সংগঠনের শ্রমিকরা ত্রাণ পেলেও শুধু জগন্নাথপুর রোড উপ-কমিটি মাইক্রোবাস শাখার ২৬০ জন শ্রমিক কোন ত্রাণ পাননি। তাদেরকে ত্রাণ দেয়ার কথা বলে সমবেত করা হলেও ত্রাণ না পাওয়ায় বঞ্চিত শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এতে সাধারণ শ্রমিকরা মনে করেন তাদের সংগঠনের শীর্ষ নেতাদের লবিং দুর্বলতা রয়েছে। যে কারণে বঞ্চিত হয়েছেন।