মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনায় কর্মহীন ও বন্যায় পানিবন্দি অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে ও ঈদের আনন্দ সমান ভাবে ভাগাভাগি করে নিতে এগিয়ে এলেন দানশীল প্রবাসীরা। ৩১ জুলাই শুক্রবার জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী আবদুল মতিন লাকি, কমর উদ্দিন ও ফাতেমা আলীর উদ্যোগে ৩টি গরু উপহার দেয়া হয়। এছাড়া যুক্তরাজ্য প্রবাসী নির্যাস মিয়ার উদ্যোগে ৬০ পরিবারে বিতরণ করা ত্রাণ সামগ্রী। হবিবপুর দক্ষিণপাড়া হাফিজিয়া মাদ্রাসায় শালিসি ব্যক্তি আবদুল আজিজের সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক কামাল হোসেনের পরিচালনায় ত্রাণ ও পশু বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, শিক্ষিকা সালেহা পারভীন, রাজনীতিবিদ দিলু মিয়া, ক্বারী জিল্লুল হক, সমাজকর্মী আবুল খায়ের, আতিকুর রহমান মিঠু প্রমূখ। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা মহি উদ্দিন মিছবাহ ও পবিত্র কোরআন থেকে তেলাওয়া করেন হাফিজ সাজন উদ্দিন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।