মো.শাহজাহান মিয়া/কলি বেগম
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয় গুলোদের ডিজিটালের আওতায় আনা হয়েছে। জানাগেছে, জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের উদ্যোগে উপজেলার ১৫৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ডিজিটালের আওতায় আনা হয়। এরই অংশ হিসেবে প্রতিটি বিদ্যালয়ের অফিস কক্ষে ডিজিটাল কর্ম পরিকল্পনা, বাংলাদেশের গণহত্যার ইতিহাস সংরক্ষণ ও বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ড দর্শণীয় স্থানে স্থাপন করা হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, সরকারি স্লিপের বরাদ্দ থেকে উপজেলার অধিকাংশ স্কুল ডিজিটালের আওতায় চলে এসেছে।