মো.শাহজাহান মিয়া/আলী জহুর ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতিদের সাথে জেলা শিক্ষা কর্মকর্তা মতবিনিময় করেছেন।
২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা। জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শিক্ষা অফিস সহকারি মোফাজ্জল হোসেন, উপজেলার বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী সিরাজুল আলম মেম্বার, উপজেলার লাউতলা-নুরবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী সুলতান মিয়া, উপজেলার রসুলগঞ্জ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু ইউসুফ মোহাম্মদ মানিক, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া প্রমূখ।