মো.শাহজাহান মিয়া/আফজাল মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।
৩০ অক্টোবর মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এবং এনজিও সংস্থা ব্র্যাক ওয়াশ এর সহযোগিতায় সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, উপজেলা জনস্বাস্থ্য প্রককৌশলী আবদুর রব সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ কুমার দেব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা (ওসিএলএসডি) আবদুল হান্নান কামাল, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, ব্যবসায়ী সুশান্ত রায়, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সহকারি ইয়াকুব মিয়া, এনজিও সংস্থা ব্র্যাক ওয়াশ কর্মসূচি ম্যানেজার রেজাউল করিম, ফুলচাঁদ মন্ডল, রইছ উদ্দিন, কালী চরণ রায়, রুকনুজ্জামান, তানভীর আহমদ, শাজাহান আহমদ, আইডিই নিলমনি সরকার, সাংবাদিক আবদুল ওয়াহিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। এতে সফলভাবে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন করতে সার্বিকভাবে তদারকি করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার।