মো.শাহজাহান মিয়া/আলী জহুর/আলী হোসেন খান ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সারা দেশের ন্যায় জাতীয় কৃমি নাশক সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষে ১ অক্টোবর সোমবার থেকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলার প্রতিটি অঞ্চলে শিশুদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়।
এছাড়া জাতীয় কৃমি নাশক সপ্তাহ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। এ উপলক্ষে স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা. মধু সুধন ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, হাফিজ মুহিবুর রহমান ও মাওলানা নিজাম উদ্দিন জালালী। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য পরিদর্শক আশিষ চন্দ্র দেব, সহকারি পরিদর্শক রুমী রায়, সহকারি সুমন্ত দেবনাথ প্রমূখ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।