মো.শাহজাহান মিয়া
সুনামগঞ্জের জগন্নাথপুরে জমে উঠেছে কোরবানীর পশুর হাট। এবার বিদেশেী গরু না থাকায় দেশী গরুর দাম অনেক বেড়ে গেছে।
১৯ আগষ্ট রোববার জগন্নাথপুর সদর বাজার জুড়ে বসে পশুর হাট। যদিও প্রতি বছরের মতো এবারো হেলিপ্যাড মাঠে পশুর হাট বসলেও পুরো পৌর পয়েন্ট, রাণীগঞ্জ রোড ও টি এন্ড টি রোড, হবিবনগর সহ বিশাল এড়িয়া জুড়ে জগন্নাথপুর সদর বাজারে বসেছে পশুর হাট। এতে যানবাহন চলাচলে বিঘিœত হয় এবং পথচারীদের ভোগান্তি বেড়েছে। তবে পরিস্থিতি মোকাবেলায় দিন ব্যাপী থানা ও ট্রাফিক পুলিশ মোতায়েন ছিল।
এদিকে-পশুর হাটে আসা ক্রেতারা বলেন, অন্য বছরের তুলনায় এবার গরুর দাম অনেক বেশি। এ ব্যাপারে গরু ব্যবসায়ীরা জানান, দেশী গরুর দাম সব সময় বেশি থাকে। এর মধ্যে এবার বিদেশী গরু না থাকায় দেশী গরুর দাম আরো বেড়েছে। এছাড়া খোঁজ-খবর নিয়ে জানাযায় যায়, ঈদের আগের দিন পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পশুর হাট বসবে এবং কয়েকটি স্থানে রশিদ বিহীন গরু বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে।