মো.শাহজাহান মিয়া/আলী আছগর ইমন ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিয়তের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর মঙ্গলবার জগন্নাথপুর পৌর এলাকার হাসপাতাল পয়েন্টে জমিয়তের কর্মীসভা অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জমির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হাফিজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়ত নেতা সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। বক্তব্য রাখেন মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা ফয়জুল ইসলাম, মাওলানা ফজল আহমদ, মাওলানা মতিউর রহমান, সৈয়দ রশিদ আহমদ, সিদ্দিক আহমদ হাসনু, সৈয়দ সুহাইল আহমদ, হাফিজ সাইদ আহমদ, শেখ শামসুল হক প্রমূখ।