মো.শাহজাহান মিয়া
সুনামগঞ্জের জগন্নাথপুরে শোকাবহ ১৫ আগষ্ট উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগষ্ট বৃহস্পতিবার স্থানীয় পৌর পয়েন্টে অস্থায়ী রক্তদান ক্যাম্পে স্বেচ্ছায় রক্তদান উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর থানার এসআই সাইফুল আলম, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ, জগন্নাথপুর পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক ডা. শশীকান্ত গোপ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও গ্রাম বাংলার খবর পত্রিকার সম্পাদক মো.শাহজাহান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান সুমন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সায়মন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন জসিম, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন মিয়া প্রমূখ।
এতে “রক্তদিন-জীবন বাঁচান” এ স্লোগানকে সামনে রেখে মুজিব জাহান রেড ক্রিসেন্ট সোসাইটির তত্বাবধানে দিন ব্যাপী ছাত্রলীগ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন স্বেচ্ছায় রক্তদান করেন।