মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে লাভলী বেগম (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার গড়গড়িয়া গ্রামের শামীম আহমদের স্ত্রী।
২ মে শনিবার ভোরে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে গৃহবধূ লাভলী বেগম আত্মহত্যা করেন। খবর পেয়ে থানা পুলিশ গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই অনিক চন্দ্র দেব বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট আসলে কারণ জানা যাবে। তবে এখনো মামলা হয়নি।