মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ ও বিজিবি সদস্যদের অভিযানে গাঁজা সহ উস্তার আলী (৩২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে ছাতক থানার হায়দরপুর গ্রামের মৃত চান্দ আলীর ছেলে।
জানাগেছে, ২৮ ডিসেম্বর শুক্রবার জগন্নাথপুর পৌর পয়েন্টে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা সহ উস্তার আলীকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়েছে।