মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে কাজ করেও কাঙ্খিত বিলের টাকা না পাওয়ায় পিআইসিদের মধ্যে হাহাকার বিরাজ করছে। এবার নলুয়ার হাওরের ফসল রক্ষায় ৩৭টি পিআইসি প্রকল্পের অধীনে সাড়ে ২৫ কিলোমিটার বেড়িবাঁধ কাজ চলছে। গত ১৫ ডিসেম্বর কাজ শুরু হয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা। প্রথমে কাজে গতি না থাকলেও ফেব্রুয়ারির শুরুতে প্রশাসনের কঠোর তদারকি ও চাপের মুখে দ্রুত চলে কাজ। এর মধ্যে অধিকাংশ প্রকল্পের মাটি কাটার কাজ শেষ হলেও বিল দেয়া হয়েছে মাত্র ৪০ ভাগ। বর্তমানে কাঙ্খিত বিল না পাওয়ায় পিআইসিরা দিশেহারা হয়ে পড়েছেন। মাটি কাটার এক্সেভেটর মেশিন ও শ্রমিকদের বিদায় করতে গিয়ে অনেকে ধার-দেনা ও চড়া সুদের ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছেন।
এ বিষয়ে ২৯নং পিআইসি কমিটির সভাপতি স্থানীয় ইউপি সদস্য ইসরাক আলী জানান, আমাদের কাজ প্রায় শেষ হয়ে গেছে। এখনো কাঙ্খিত বিল পাইনি। মাটি কাটার গাড়ি ও লেবার বিদায় করতে গিয়ে এখন ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছি। তাই সকল পিআইসিদের রক্ষা করতে দ্রুত তৃতীয় বিল প্রদানের জন্য তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
এ ব্যাপারে পাউবো’র জগন্নাথপুর উপজেলার দায়িত্বে থাকা উপ-সহকারি প্রকৌশলী (এসও) হাসান গাজী বলেন, কাজের শুরুতে সকল পিআইসিকে ২৫ ভাগ বিল দেয়া হয়েছে। কাজ চলাকালীন সময়ে দ্বিতীয় বিল হিসেবে আরো ১৫ ভাগ দেয়া হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের আন্তরিকতার কমতি নেই। এ পর্যন্ত যা বরাদ্দ পেয়েছি, তা দেয়া হয়েছে। আগামীতে বরাদ্দ আসলেই তৃতীয় বিল প্রদান করা হবে। এতে দিশেহারা হওয়ার কিছু নেই।