Spread the love
মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী শামীম দেওয়ানকে (৪৮) গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার পাটলি ইউনিয়নের মোহাম্মদপুর সেরা গ্রামের মৃত মানিক দেওয়ানের ছেলে।
৭ নভেম্বর শনিবার বিকেলে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক-নির্দেশনায় ও থানার এসআই মির্জা সাফায়েত হোসেন, এএসআই শহিদুল ইসলাম ও এএসআই মনির হোসেনের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে পলাতক আসামী শামীম দেওয়ানকে গ্রেফতার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এএসআই শহিদুল ইসলাম জানান, আদালত কর্তৃক চেক ডিজঅনার মামলায় আসামী শামীম দেওয়ানকে এক বছরের সাজা ও ১১ লাখ টাকা জরিমানা করা হয়। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।