মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মহিলার সাথে ইভটিজিংয়ের দায়ে সেবুল মিয়া (২৫) নামের এক ইভটিজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও-ফতেহপুর গ্রামের কুদরত উল্লার ছেলে।
জানাগেছে, ৩০ মে বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইভটিজার সেবুলকে এ দণ্ডাদেশ দেন। জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন দণ্ডপ্রাপ্ত আসামীকে থানায় নিয়ে যান।