মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আবারো বিতর্কে জড়িয়ে পড়েছেন জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজারের কম্পিউটার ব্যবসায়ী গোলাম সারোয়ার। এবার তিনি সরকারের কাছে উচ্চমূল্যে ধান বিক্রির জন্য ১৬৮নং কৃষক হিসেবে তালিকাভূক্ত হয়েছেন। তিনি কৃষক না হয়েও কৃষি তালিকায় অন্তভূক্ত হওয়া নিয়ে স্থানীয় বঞ্চিত কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ১৯ মে হাফিজুর রহমান মন্তসির নামের এক ব্যক্তি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের বিষয়ে তদন্তক্রমে ব্যবস্থা নেয়া হবে।