মো.শাহজাহান মিয়া/আফজাল মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুর নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উদ্যোগে আন্তর্জাতিক নিরাপদ সড়ক সপ্তাহ পালন করা হয়েছে। ১১ মে শনিবার ৫ম আন্তর্জাতিক নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি জাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জহিরস্ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক এম জাহিরুল ইসলাম জহির, প্রগতি লাইফ ইন্সুরেন্সের সুনামগঞ্জ জেলা ম্যানেজার ফরহাদ মিয়া, ডাঃ মতিউর রহমান ও ব্যবসায়ী গৌছ আলী। বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) জগন্নাথপুর উপজেলা কমিটির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন আনহার, জয়নুল হক জয়, জালাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম শাহীন, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সদস্য রুবেল আহমদ প্রমূখ।