কলি বেগম ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আঞ্চলিক নাটক “আইতাম নিরে” ক্যাসেটের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া। ২৫ ফেব্রুয়ারি সোমবার জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক আলী হোসেন খান, নাটকের পরিচালক করাছ মিয়া, আকিকুর রহমান, জগন্নাথপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রাম বাংলার জনপ্রিয় আঞ্চলিক ভাষায় রচিত নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন কাজী নুর আলী, সাংবাদিক মো.শাহজাহান মিয়া, নাট্যকার করাছ মিয়া, আকিকুর রহমান, নিকেশ বৈদ্য, শিপু মিয়া, হাবিবুর রহমান, আবেদন কর, মুয়েব মিয়া, খোকন মিয়া ও শ্যামলা আক্তার।