মো.শাহজাহান মিয়া/আলী জহুর
সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের অভিযানে পরিত্যক্ত অস্ত্র উদ্ধার ও মদ এবং গাঁজা সহ ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, ৯ সেপ্টম্বর রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নির্দেশনায় থানার এসআই লুৎফুর রহমান ও হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ দল পৃথক অভিযান চালায়। অভিযানকালে ১০০ গ্রাম গাঁজা সহ জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়। সে পৌর শহরের ইকড়ছই গ্রামের মাহমুদ আলীর ছেলে। সেই সাথে ৫ লিটার মদ সহ বদরুল হককে গ্রেফতার করা হয়। সে সৈয়দপুর হাড়িকোনা গ্রামের মৃত আবদুল মালিকের ছেলে।
এছাড়া সৈয়দপুর আগুনকোনা গ্রামের মাওলানা ফয়জুল ইসলামের বাড়ির সামনে মাদ্রাসার পিছনে গ্রামের ভিতরের রাস্তার পূর্ব পাশ থেকে একটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো পরিত্যাক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপ গান উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার এসআই লুৎফুর রহমান বলেন, এ বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।