মো.শাহজাহান মিয়া
সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকান্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানাগেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে গত ২৪ আগষ্ট শুক্রবার রাত প্রায় আড়াইটার দিকে গ্রামের পয়েন্টে বিশ^ দেব নামের এক ব্যবসায়ীর সেলুনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় সেলুনের ভেতরে থাকা প্রতিবেশি ব্যবসায়ী ইউসুফ আলীর একটি সিএনজি গাড়ি ও সেলুন সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইউসুফ আলী বাদী হয়ে গ্রামের রুপ মিয়ার ছেলে সেলিম মিয়া ও নিকসন মিয়াকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে গ্রামের ছুরুক মিয়া ও আলা উদ্দিন বলেন, কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে কেউ জানে না। তবে ঘটনার সন্ধ্যা রাতে ব্যবসায়ী ইউসুফ আলীর সাথে দোকানের পাওনা টাকা নিয়ে সেলিম মিয়ার কথা কাটাকাটি হয়। এ আক্রোশে সেলিম ও তার ভাই নিকসনকে আসামী করা হয়েছে। বিষয়টি স্থানীয় ভাবে নিস্পত্তির চেষ্টা চলছে।