Spread the love
মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ তরুণ মেধাবী ছাত্র তানভীর আহমদ ইমুর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। ১১ জুলাই ইমুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১০ জুলাই শুক্রবার ইমুর গ্রামের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সিচনী গ্রামে ও তাঁর নানা বাড়ি জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ইমুর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এদিকে-ইমুর জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তাঁর পিতা জগন্নাথপুর বাজারের ঘড়ি ব্যবসায়ী আবদাল মিয়া।