মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অনেক জ্ঞানী-গুণি ব্যক্তি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। যাঁদের জ্ঞানের আলোয় আলোকিত হচ্ছে পৃথীবি। তাঁদের সফলতায় শুধু জগন্নাথপুর নয়, সুনাম অর্জন করছে বাংলাদেশ। সেই গুণি মানুষের মধ্যে একজন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত শেখ সোনাহর আলীর ছেলে শেখ জয়নাল আবেদীন। তিনি তাঁর অদম্য কর্ম তৎপরতায় ২০২০ সালের ১৮ ডিসেম্বর ব্রিটেনের আইনজীবি হিসেবে সনদ লাভ করেছেন। বর্তমানে তিনি ব্রিটেনের সিনিয়র কোর্টে কর্মরত আছেন।এছাড়াও নিজ এলাকার গরীব-দুঃখি মানুষের কল্যাণে সমাজসেবা মূলক কর্মকাণ্ডে অনেক অবদান রয়েছে প্রবাসী শেখ জয়নাল আবেদীনের। তিনি ব্রিটেনের আইনজীবি হওয়ায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ শেখ জয়নাল আবেদীনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সর্বাঙ্গিন সফলতা কামনা করেছেন।