মো.শাহজাহান মিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের এক কিশোরীর ৫ মাসের অবৈধ গর্ভপাত ঘটানোর পায়তারা চলছে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ব্যর্থ হলেও থেমে থাকেনি অপতৎপরতা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২৭ জানুয়ারি বুধবার সরজমিনে স্থানীয় একাধিক সূত্র জানায়, নারিকেলতলা গ্রামের আখলুছ মিয়ার ছেলে জামিল মিয়ার সাথে একই বাড়ির কানু মিয়ার কিশোরী কন্যার দীর্ঘদিন ধরে প্রেম ও শারীরিক সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের সুবাদে ৫ মাসের অন্তস্বত্বা হয়ে পড়েন কিশোরী প্রেমিকা। বিষয়টি জানাজানি হলে ধামাচাপা দিতে ২৬ জানুয়ারি জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে গর্ভপাত ঘটানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপরও তাদের অপতৎপরতা থামেনি। অন্য কোন স্থানে গর্ভপাত ঘটানোর চেষ্টা চলছে বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভূক্তভোগী পরিবার বিষয়টি আমাকে জানালেও পরে আর যোগাযোগ করেনি। শুনেছি তাদের মধ্যে আপোষের প্রক্রিয়া চলছে।