মো.শাহজাহান মিয়া ::
আসছে ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জগন্নাথপুর পৌরসভার নির্বাচন। নির্বাচনে ৮নং ওয়ার্ড থেকে পরিবর্তনের অঙ্গিকার নিয়ে কাউন্সিলর প্রার্থী হয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না। তিনি বিগত নির্বাচনেও হাড্ডাহাড্ডি লড়াই করেছিলেন।
১৪ জানুয়ারি বৃহস্পতিবার গণসংযোগ কালে কাউন্সিলর প্রার্থী সাফরোজ ইসলাম মুন্না বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। আর স্থানীয় পর্যায়ে ৮নং ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে আগামী ১৬ জানুয়ারি নির্বাচনে আমার পানির বোতল মার্কায় ওয়ার্ডবাসীর কাছে ভোট চাই। আমি নির্বাচিত হলে ৮নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।