ষ্টাফ রিপোর্টার
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মখসুদুল হকের সভাপতিত্বে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দীপঙ্কর দাস দীপকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সাংবাদিক তাজ উদ্দিন আহমেদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মোতাহীর আলী, সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি আকমল হোসেন, সহ সভাপতি মোতাহার আলী নুনু, ডাঃ সিদ্দিকুর রহমান,
যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, জয়নুল আহমদ কোরেশী, দিলু বক্স, দপ্তর সম্পাদক মোঃ রনি মিয়া, প্রচার সম্পাদক আক্তার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জহুর মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক সেলুনুর রহমান সেলিম, জনশক্তি কর্ম সংস্থান বিষয়ক মন্ত্রণালয় জাহির আলী, যুব লীগ নেতা মোঃ সেলিম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য গোলাম কিবরিয়া কাশেম, পৌর স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সামছুল হক, শায়েক আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলাদ আহমদ, আলাই মিয়া, এমদাদ চৌধুরী, আলামীন হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা সুয়েবুর রহমান সেবু, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুলেমান মিয়া, রোমান মিয়া, সামছুদ্দিন আহমদ, আনোয়ার হোসেন প্রমুখ। সভার শুরুতে ৭৫ এর ১৫ আগষ্ট শাহদাৎ বরণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা বলেন আগষ্ট মাস বাঙালি জাতির বেদনার মাস। আগষ্ট এলেই পরাজিত শক্তিরা ষড়যন্ত্রে লিপ্ত হয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার স্বর্নিভর বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। বক্তারা এ অঞ্চলে নৌকার বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখতে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূলে জনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন দানের আহবান জানান।