মো.শাহজাহান মিয়া/আলী হোসেন খান ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা মোকাবেলায় এবার এগিয়ে এসেছে সামাজিক সংগঠন আলোকিত জগন্নাথপুর। দেশ-বিদেশের সমাজসেবকদের নিয়ে গঠিত আলোকিত জগন্নাথপুর এর নেতৃবৃন্দরা নেমেছেন মাঠে। ১৬ জুন মঙ্গলবার এ সংগঠনের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে করা হয়েছে মাইকিং। বিতরণ করা হয়েছে লিফলেট। জগন্নাথপুর পৌর সদর সহ বিভিন্ন অঞ্চলের ৩ হাজার মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে মাস্ক ও গ্লাভস। এসব সামগ্রী বিতরণের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। আলোকিত জগন্নাথপুর পক্ষে মেজর (অব.) আশফাক সামী, এমএ কয়েস, ফয়জুন্নুর, আবিদুল ইসলাম আরজু, দুলদুল বারী, জয়নুল হক, ফজলুল ইসলাম ও আজির উদ্দিনের অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, এমএ আজিজ, এমএ হান্নান, সাদেক মেম্বার, আবদুল ওয়াহাব, গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, আবদুন নুর, মদব্বির হোসেন রবিন,সুহেল আমিন, আতিকুন নুর, আল আমিন, এমরাজ, জাকারিয়া প্রমূখ। এছাড়া সামাজিক সংগঠন আলোকিত জগন্নাথপুর এর রয়েছে মেডিকেল টিম। অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেই সাথে গরীব শিক্ষার্থীদের সহযোগিতা করা হয়।