মো: মালিক মিয়া, কমলগঞ্জ ::
১৮ জানুয়ারি শুক্রবার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রানির বাজার যুব সংঘের উদ্যোগে ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৯ নম্বর জার্সি পরিহিত এসবি রানির বাজার ক্লাবের পক্ষে খেলোয়ার তুহিন আহমেদের করা গোলে বিজয় পায় এসবি রানির বাজার ক্লাব। খেলায় ১-০ গোলে পরাজিত হয় জামেরকোনা স্পোর্টিং ক্লাব। খেলা শেষে মোবাইল এন্ড মোবাইল ফুটসাল ফেস্টিভ টুর্নামেন্ট ২০১৯ ইং এর সমাপনী ফাইনাল খেলার অনুষ্ঠানে বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির উপদেষ্টা বিপুল কুমার সিংহের সভাপতিত্বে ও কমলগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুল বাসিদ সাহেদ এর সঞ্চালনায় বিজয়ী দলকে রানার্সাআপ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা স্থানীয় ইউপি সদস্য রুপেন্দ্র সিংহ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুর রউফ, অনলাইন সাংবাদিক মো: মালিক মিয়া, সাবেক ফুটবলার হাসিম আহমদ, আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শ্রীনাম সৌমজিৎ রাজ কুমার, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা গ্রাম বাংলার জনপ্রিয় ফুটবল প্রেমিক দর্শক-শ্রোতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সিপন সিংহ, সহকারী রেফারির দায়িত্ব পালন করেন হুরমত আলী ও সুফিয়ান আহমেদ।