মোঃ মালিক মিয়া, কমলগঞ্জ ::
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সময়ের সাহসী সৈনিক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক ছাত্রনেতা কমরেড আব্দুল আহাদ মিনার।
মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ হয়। প্রতীক বরাদ্দে তিনি তার দদেলীয় প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দের পর দেশের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ উপলক্ষে নির্বাচনী আচরণ বিধিমালা ২০১৬ ও আইন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা পরিষদের হলরুমে জেলার ৭ উপজেলার প্রতিদ্বন্ধি প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভা শেষে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে চেয়ারম্যান প্রার্থী আব্দুল আহাদ মিনার বলেন, কমলগঞ্জ বাসীর সকল উন্নয়ন সহ সকল মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষে আমি নির্বাচনী সংগ্রামে নেমেছি। তিনি আরো বলেন বিশেষ করে সর্বস্তরের দুর্নীতি প্রতিরোধ ও যুব সমাজকে মাদকের কালো ছোবল থেকে মুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স থেকে পদক্ষেপ গ্রহণ করে কার্যকরী গণ-প্রতিরোধ গড়ে তুলতে চাই। তিনি তার দলীয় প্রতীক হাতুরী মার্কায় ভোট দিয়ে এলাকাবাসীর পক্ষে কাজ করার সুযোগ দেয়ার জন্য অনুরোধ জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি চেয়ারম্যান হিসেবে নয়, উপজেলা বাসীর খাদেম হয়ে কাজ করতে চাই। এ জন্য তিনি উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।