মো: মালিক মিয়া, কমলগঞ্জ ::
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুরের বাগাছড়ায় একতা স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারী বুধবার বাগাছড়া মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। কেলায় একতা স্পোর্টিং ক্লাবকে সুর্যকান্ত স্পোর্টিং ক্লাব তিলকপুর ৮ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রিন্সিপাল আমজাত মিয়া, কমলগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের যুগ্ন সাধারণ সম্পাদক উদীমান সমাজ সেবক মোঃ সাইদুল বাছিত সাহেদ, ইসলামপুর ইউনিয়ন যুবলীগ নেতা নাজমুল ইসলাম, সমাজসেবক রাজু মিয়া নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা হুরমত আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।