মো.শাহজাহান মিয়া/হিফজুর রহমান তালুকদার জিয়া ::
সুনামগঞ্জ-৩ আসনে ঐক্যফ্রন্টের এমপি প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জুলুম-নির্যাতনের জবাব দিবেন জনতা। তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তিনি জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন, আমি যদি জেলেও থাকি, আপনারা ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।
১৯ ডিসেম্বর বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা পয়েন্টে ধানের শীষের সমর্থনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি আক্তারুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আছকির আলী, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হাফিজ, রাণীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী চান মিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মাহমুদ মেম্বার, উপজেলা বিএনপির কৃষি সম্পাদক এমডি জামাল আহমদ প্রমূখ। এ সময় বিএনপি ও জমিয়তের দলীয় নেতাকর্মী এবং স্থানীয় শতশত জনতা উপস্থিত ছিলেন।